অর্পনা আইটি

ভিসা, বিমান টিকেট, ভিডিও প্রোগ্রাম ও এডিটিং, অনলাইন আবেদন, ডোমেইন হোস্টিং, প্রিন্টিং এন্ড প্রেস, কম্পিউটার সার্ভিসিং, কম্পিউটার টেনিং

Tuesday, July 25, 2017

সব Android মোবাইলে সাধারনত Original Sound অনেক কমানো থাকে। অনেক দামী সেটেও লাউড স্পিকারের আওয়াজ কম থাকে, ফলে নয়েজ হচ্ছে এমন জায়গায় আওয়াজ শুনাই কঠিন হয়ে পড়ে। আপনি চাইলে আপনার মোবাইলের সাউন্ড খুব সহজেই বাড়িয়ে নিতে পারেন। এজন্য প্রথমে আপনাকে যা করতে হবে তা হলো-
১. মোবাইলে ডায়ালারে এ যেতে হবে। সেখানে লিখবেন *#*#3646633#*#*।
২. লিখার পর দেখবেন Enginner Mood On হবে। সেখান থেকে Audio Option এ যান।
কথা আছে, এক এক কোম্পানির এক রকম মেনু স্টাইল। কিন্তু বেসিক সব কিছুই এক। আপনি Audio Option টা খুজে পেলেই হয়।
৩. এবার Loudspeaker এ যান।
৪. সবার শেষে দেখুন Max Vol  এ ডিফলট Value দেয়া আছে। সেখানে আপনি 150 লিখে Set এ ক্লিক করুন। ব্যাস কাজ শেষ।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment